দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান।  ১ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য কমতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় বিশেষ বদলাবে না। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।