২০০০ ঘণ্টা ধরে বানানো শাড়িতে মেট গালা আলো করলেন আলিয়া

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গোটা শাড়িটা যেন এক ফুলের বাগান। ২৩ ফুটের লম্বা আঁচল! মেট গালার আলিয়া যেন রূপকথার গল্পের পাতা থেকে উঠে আসা পরী! ডিজাইনার সব্যসাচীর শাড়িতে সেজেছিলেন আলিয়া, সেই শাড়ি নজর কাড়ল সকলের।

তারকাখচিত রেড কার্পেটে হেঁটে গেলেন আলিয়া। যেন এক ঘোর লেগে থাকল গোটা মেট গালায়। আলিয়ার মোহময়ী এই শাড়ি তৈরি হয়েছে ইতালিতে। ১৬৩ জন কারিগর অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন এই শাড়ি। সময় লেগেছে ১,৯০৫ ঘণ্টা।

মেট গালায় এবারের থিম ‘দ্য গার্ডেন অফ টাইম’। আর সেই ভাবনাকেই মাথায় রেখে দুর্দান্ত সব লুক ক্রিয়েট করেছেন তারকারা। তারকাখচিত মেটগালায় বলিউডের গাঙ্গুবাই হয়ে উঠলেন চাঁদ, সবার মধ্যে আলাদা।

error: Content is protected !!