দ্বিতীয় সন্তানের মা হয়েছেন মানসী, সপ্তাহ ঘুরতেই ছোট্ট রাজপুত্রের ছবি শেয়ার করলেন অভিনেত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিনটা ছিল ১৯ মার্চ, বুধবার। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্তর কোল আলো করে এসেছে রাজপুত্তুর। এক পুত্র ও কন্যা সন্তানকে নিয়ে মানসীর এখন ভরা সংসার। গত সপ্তাহের শুরুতেই সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দ্বিতীয় প্রেগন্যান্সিতে একটু ‘রিস্ক ফ্যাক্টর’ থাকলেও সুস্থভাবে সন্তানের জন্ম দিয়েছেন নিম ফুলের মধু খ্যাত মৌমিতা বৌদি। ছোট্ট সোনাকে নিয়ে রবিবার বাড়ি ফিরেছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করলেন নিউলি মাম্মি মানসী সেনগুপ্ত। তবে মুখের ছবি নয়, ছোট্ট ছোট্ট দুটো পায়ের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দোসর কাজললতা। নবজাতকের  সঙ্গে সময়টা কেমন কাটছে তারই টুকরো মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরলেন মানসী। এখন অপেক্ষা কবে লিটল প্রিন্সের মুখ দর্শন করান নতুন মা।

error: Content is protected !!