বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে সিনিয়র আইপিএসদের টেক্কা দিল সাংবাদিকরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার আলিপুর বডিগার্ড লাইনে এক বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল কলকাতা প্রেস ক্লাবের তরফে। যেখানে একদিকে ছিলেন সিনিয়র আইপিএসরা, অন্যদিকে প্রেস ক্লাব সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকগণ। টান টান উত্তেজনা ছিল গোটা ম্যাচে। এদিন ১৫ ওভারে সাংবাদিকদের ১২৮ রানের জবাব দিতে ১১৮য় শেষ হয় আইপিএসদের ইনিংস। শেষ পর্যন্ত কলকাতা পুলিস কমিশনার একাদশকে ১০ রানে হারিয়ে ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ জিতে নিল প্রেস ক্লাব কলকাতা।
এই প্রথম বার এই ধরনের কোনও প্রতিযোগিতা আয়োজিত হল। সাংবাদিকদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহ, ডিসি (দক্ষিণপূর্ব) ভোলানাথ পাণ্ডে। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কমিশনার। তিনি প্রস্তাব দিয়েছেন, এ বার থেকে যাতে প্রতি বছর এই ম্যাচের আয়োজন করা যায়।

অন্যদিকে প্রেস ক্লাব একাদশে ছিলেন স্নেহাশিস শূর (কোচ), কিংশুক প্রামাণিক (অধিনায়ক), অনিন্দ্য জানা (সহ-অধিনায়ক), বিশ্ব মজুমদার, নিতাই মালাকার, রাকেশ দুবে, যশবন্ত বিশ্বাস, তাপস সেনগুপ্ত, বিক্রম দাস, দেবপ্রিয় দত্ত মজুমদার, অনির্বাণ বিশ্বাস, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, তুষার পাটোয়ারি, কমলাক্ষ ভট্টাচার্য, সুরজিৎ প্রামাণিক, চন্দন বিশ্বাস, অর্কদীপ্ত মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!