📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দোলের রাত থেকেই শাসকদলের অভ্যন্তরে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার বিকেল চারটেই রাজ্য থেকে পুরসভা, সর্বস্তরের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
স্বভাবতই, দলের অভ্যন্তরে সর্বস্তরের নেতাদের মধ্যে অধীর কৌতূহল এই নিয়ে যে অভিষেক কি শুধুই ভোটার তালিকায় ‘ভূত’ খোঁজা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন নাকি তা ছাপিয়ে আদতে ‘আরও’ কিছু বার্তা দেবেন।
এদিনের বৈঠক ঘিরে দলের সর্বস্তরের নেতাদের মধ্যে আগ্রহ তৈরি হওয়ার আরও একটি কারণ রয়েছে। তা হল এদিনের বৈঠকে শুধু রাজ্য কমিটির গুটিকয়েক নেতা বা জেলা সভাপতিদের মধ্যে সীমিত নেই। বৈঠকে থাকতে বলা হয়েছে, দলের রাজ্য কমিটির সমস্ত নেতাকে। সব সাংসদ, সব বিধায়ক, জেলা পরিষদের সব সদস্য এবং কলকাতা সহ সকল পুরসভার সমস্ত কাউন্সিলরকে ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ পাঠানো হয়েছে।
তবে তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে ডাকা হয়নি ওয়েবকুপাকে। যার মাথায় রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন শিক্ষক সংগঠনকে বৈঠকে ডাকা হল না, তা নিয়ে অফিসিয়ালি কোনও প্রতিক্রিয়া সামনে না এলেও অনেকেই বিষয়টিকে যাদবপুর কাণ্ডের সঙ্গে মিলিয়ে দেখতে চাইছেন। পাল্টা মতও রয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, ভোটার লিস্ট স্কুটিনির সঙ্গে সরাসরি শিক্ষক সংগঠনের কোনও ভূমিকা নেই। সম্ভবত সে কারণেই এদিনের বৈঠকে তাঁদের ডাকা হয়নি।