📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জ্বর উঠে যাচ্ছে দ্রুত, গা আগুন গরম। ঠান্ডায় কাঁপুনি শরীরে। সারছেই না কাশি, গলা ব্যথা। পেশীতে অসহ্য ব্যথা
। ছাড়ছেই না মাথা ব্যথা। শরীর জুড়ে ক্লান্তি। কারও কারও আবার চোখ হয়ে যাচ্ছে জবাফুলের মতো লাল। এমন সব উপসর্গ নিয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। পরিসংখ্যান বলছে, ভারতের আটটি রাজ্যে থাবা বিস্তার করেছে সোয়াইন ফ্লু । H1N1 ভাইরাসে কাবু অনেকে। দ্রুত ছড়িয়ে পড়ছে এই অসুখ।
দিল্লি, কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ুতে পরিস্থিতি গুরুতর। গত জানুয়ারিতে ৫০০ জনেরও বেশি মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে, পুদুচেরি, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর এবং গুজরাতেও। চিকিৎসকরা বলছেন, এই রোগ সময় থাকতে চিকিৎসা করলে এক্কেবারে সেরে যায়। কিন্তু অবহেলা করলে হয়ে পারে মর্মান্তিক পরিণতি।