📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নস্টালজিয়া রয়ে গেল। রং একই। রূপ কিঞ্চিৎ আলাদা। মোড়ক পুরোপুরি অন্যরকম। কলকাতার (Kolkata) রাজপথে হলুদ ট্যাক্সির (Yellow Taxi) বিয়োগগাথায় মিশে রইল ছোটগল্পের অন্তর্লীন সুর… ‘শেষ হয়েও হইল না শেষ’।
ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ২০০৯ সালে জারি করা একটি নির্দেশিকা মোতাবেক ১৫ বছরের পুরোনো প্রায় আড়াই হাজার ট্যাক্সি (Taxi) রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করে রাজ্য সরকার৷ তারপর বিভিন্ন মহলে একাধিক ইস্যুতে প্রতিবাদ ও বিতর্ক শুরু হয়৷ একদিকে কাজ হারানো ট্যাক্সিচালক ও তাঁদের পরিবারের আর্থিক সংকট নিয়ে সরব হন শহরের বিশিষ্ট নাগরিকদের একাংশ। অন্যদিকে কলকাতার সাবেক ঐতিহ্য হারানোর সম্ভাবনাতেও গর্জে ওঠেন অনেকে।

এই পরিস্থিতিতে আইকনিক হলুদ ট্যাক্সিকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনল রাজ্য সরকার। ইতিমধ্যে একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ২০টি হালফ্যাশনের ট্যাক্সি ছাড়া হয়েছে। নাম ‘হেরিটেজ ক্যাব’। গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সবুজ পতাকা দেখিয়ে তিনি ২০টি নতুন গাড়ি চালু করার নির্দেশ দেন। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহনসচিন সৌমিত্র মোহনও।
পরিবহণ দফতর সূত্রে খবর, ২০টি হলুদ ট্যাক্সিতেই শেষ নয়। আগামি দু’মাসের মধ্যে মোট ৩ হাজার ট্যাক্সি কলকাতার পথে চলতে দেখা যাবে। বুক করা যাবে সরকার পরিচালিত ‘যাত্রী সাথি’ অ্যাপে।
হলুদ রং তো নস্টালজিয়া উস্কে দেবে ঠিকই। কিন্তু যাত্রীস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবার বেশ কিছু নতুন বিষয় জুড়ে দেওয়ার চিন্তা চালানো হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও উপযোগিতা, যেমন: সিট বেল্ট, এয়ারব্যাগ মজুত থাকছে সমস্ত গাড়িতে। চলবে সিএনজি ও পেট্রলে। ট্যাক্সির গায়ে আঁকা থাকছে কলকাতার দ্রষ্টব্য জায়গা, অনুষঙ্গ। হাওড়া ব্রিজ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। হলুদ ট্যাক্সিতে চড়ে স্রেফ গন্তব্য নয়, আগামি দিনে আপনার ভ্রমণসঙ্গীও হয়ে উঠতে চলেছে শহরের এই সমস্ত আইকনিক জায়গা।