ভোটার লিস্ট থেকে ভূত তাড়াতে এবার এজেন্টা সভা তৃণমূলের!


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভূতুড়ে ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন জনপ্রতিনিধিরা।ভোটার লিস্ট শুধরোতে এবার বুথ ভিত্তিক “এজেন্ট সভা “অনুষ্টিত হলো যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের মাঠে। কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জীর নির্দেশে ভোটার তালিকা সংক্রান্ত আলোচনার জন্যে যাদবপুর বিধানসভার বিধায়ক দেবব্রত মজুমদারের তত্ত্বাবধানে ২রা মার্চ, ২০২৫ যাদবপুর বিধানসভার ৯৬, ৯৯, ১০১, ১০২, ১১০ ওয়ার্ডের পৌরপ্রতিনিধিদের উপস্থিতিতে উক্ত ওয়ার্ডের প্রতি পার্টের এজেন্টদের নিয়ে বুথ ভিত্তিক এজেন্ট সভা অনুষ্ঠিত হলো যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের মাঠে।”

error: Content is protected !!