ডায়মন্ড হারবার মেডিক্যালে চিকিৎসাধীন নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডায়মন্ড হারবার মেডিক্যালে চিকিৎসাধীন নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। গত শনিবার, ওই হাসপাতালের ICU-তে ভর্তি নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে হাসপাতালেরই দুই সাফাইকর্মীর বিরুদ্ধে। গত মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়েরের পরেই পুলিশের জালে বিনোদ পণ্ডিত নামে এক অভিযুক্ত ধরা পড়লেও, গা ঢাকা দিয়েছিল আরেক সাফাইকর্মী বিজু দাস। বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় অভিযুক্তকেও গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানা। ধৃত দু’জনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

error: Content is protected !!