অ্যাম্বুলেন্সে কাঞ্চন মল্লিক!


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অ্যাম্বুলেন্সের ভেতরে কাঞ্চন মল্লিক! তবে, না, যেটা ভাবছেন সেটা নয়, উনি সুস্থ আছেন। রোগী হয়ে নয় অ্যাম্বুলেন্সের চালকের আসনে দেখা গেল তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক কে। তবে এটাও সত্যি যে কোনো সিনেমার শুটিং নয়। যা ঘটছে তা সবটাই বাস্তব। কোন্নগর আমরা সবাই গঙ্গাধর স্পোর্টিং ক্লাবকে সমাজ সেবার উদ্যেশ্যে প্রদান করা হল অ্যাম্বুলেন্সটি। বিধায়ক কাঞ্চন মল্লিকের বিধায়ক তহবিল থেকেই উক্ত অ্যাম্বুলেন্সটি কেনা হয়েছে। নারকেল ফাটিয়ে, স্টিয়ারিং ঘুরিয়ে নিজেই নতুন অ্যাম্বুলেন্সের যাত্রা শুরু করালেন বিধায়ক।

error: Content is protected !!