ভূতেরা এবার ভূত ধরবে ! আগুনে ঘি ঢাললেন বিজেপি নেতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নেতাজি ইন্ডোরে আজকের সভায় দাঁড়িয়ে বাংলার ভোটার লিস্টে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন – বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, তাই একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে ভোটার লিস্টে। মমতার দাবি – বাংলার ভোটারের সঙ্গে হরিয়ানার ভোটারের এপিক কার্ড সংযোগ করা হয়েছে। এই ভাবেই ভুয়ো ভোটারের ভোটে বিজেপি দিল্লী ও মহারাষ্ট্র নির্বাচন জিতেছে। ওই রাজ্যের বিরোধী দলের নেতারা এই খেলা ধরতে পারেনি বলে দাবি করেন মমতা। তিনি কর্মীদের নির্দেশ দেন – আগামী ৭ দিনের মধ্যে ভোটার তালিকা খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে গঠিত কোর কমিটির হাতে। আর এই ভুতুড়ে ভোটার ইস্যুতে তৃণমূলকেই পাল্টা ভূত বলে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । তিনি লিখেছেন – ভূতেরা এবার ভূত ধরবে।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন তার পাল্টা আগামীকাল দুপুর ১২ টায় নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর অভিযোগের পরই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। সদ্য চম্পাহাটি এলাকায় সাড়ে চার হাজার ভূতুড়ে ভোটার ধরা পড়েছে। যাঁরা ওই জেলার বাসিন্দা বা ভোটার কোনওটিই নয়। তাই আজ সুব্রত বক্সির নেতৃত্বে ওই কোর কমিটি কাজ করবে বলে জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো।

error: Content is protected !!