📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় বেশ কিছু বিড়ালের শরীরে বার্ড ফ্লু ভাইরাস (এইচ৫এন১)-এর সন্ধান মিলেছে। কেন্দ্রীয় সরকারের পশুপালন দফতর এবং ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিওরিটি অ্যানিম্যাল ডিজিসেস’-এর বিজ্ঞানীরা গত জানুয়ারি মাসে ছিন্দওয়াড়া জেলায় বিড়ালের শরীরে ভাইরাসের খোঁজ পান।
গত বছরের ডিসেম্বরে নাগপুরের গোরেওয়াড়া প্রাণী উদ্ধারকেন্দ্রেও তিনটি বাঘ এবং একটি চিতাবাঘের মৃত্যু হয়। ২০ ডিসেম্বর প্রথমে একটি বাঘের মৃত্যু হয়। ২৩ ডিসেম্বর মৃত্যু হয় আরও দু’টি বাঘের। তাদের নমুনা পরীক্ষা করে বোঝা যায় সকলেরই বার্ড ফ্লু ছিল।
যেহেতু ছিন্দওয়াড়া জেলাটি মহারাষ্ট্রের সঙ্গে গায়ে গায়ে, তাই বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন পাশাপাশি দুই জেলার ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না।