📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ছিল মিনি ধাপা। হল শিব মন্দির। হ্যাঁ , নোংরা আবর্জনার স্তূপ, দুর্গন্ধ যুক্ত জায়গার সংস্কার ঘটিয়ে যে মন্দির নির্মাণ করে মহাদেবকে প্রতিষ্ঠা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়িত করে দেখালেন ৯৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী। শিবরাত্রিতে এলাকাবাসীর কাছে তার উপহার ছিল শান্তি কেদার মন্দির। বিগত চার দর্শকের বেশি সময় ধরে নেতাজি নজর থানার অদূরে পদ্মপুকুর অঞ্চলের যে জায়গাটি আস্তাকুঁড় হয়ে উঠেছিল সেই জায়গার আমূল পরিবর্তন ঘটালেন অরূপ চক্রবর্তী। পৌরপিতা হয়ে আসার ১ মাসের মধ্যে ৬২ ডাম্পার আবর্জনার স্তূপ পরিষ্কার করান তিনি। তারপরই সিদ্ধান্ত নেন এই সমস্যার স্থায়ীভাবে সমাধান করার। সেইমতো পরবর্তী দুই বছর ধরে কেদারনাথ মন্দিরের আদলে এই মন্দির প্রতিষ্ঠা করে একদিকে পুণ্যার্থীদের পুজোর সুযোগের ব্যবস্থার সাথে সাথে অঞ্চলের মানুষকে আবর্জনার স্তূপের নরকযন্ত্রণা থেকেও মুক্তি দেওয়ার দিন হিসেবে বেছে নেওয়া হয় মহা শিবরাত্রির দিনকে। আর অবশেষে সেই বহু প্রতীক্ষিত ক্ষণে মহাশিবরাত্রিতে নতুন এই শিবমন্দিরে মহাদেবের রুদ্রাভিষেকে উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ শ্রীমতী সায়নী ঘোষ সহ আরো অনেকে। শুধু তাই নয়। নিজের হাতে খিচুড়ি ভোগ পরিবেশন করতে দেখা গেল মন্ত্রী মশাইকে। দুই অরূপ কাঁধে কাঁধ মিলিয়ে আগত শিবভক্তদের আপ্যায়ন করেন এদিন।
