📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সম্প্রতি শহরের বুকে আয়োজিত হয়েছিল ছবি, ফটোগ্রাফি ও ভাস্কর্যের এক অনবদ্য প্রদর্শনী। ৬৫ জন শিল্পীদের সৃষ্টিকে এক ছাদের তলায় এনে, তিন দিনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল কাজরাই আর্ট গ্রুপ। কাজরাই আর্টের ২৮ তম প্রদর্শনীতে কলকাতার বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি প্রান্তিক শিল্পীরাও যোগ দিয়েছিলেন।

কাজরাই আর্টের কর্ণধার সুমিত ভাদুড়ী ও কাজল ভট্টাচার্য ভাদুড়ি -র মূল ভাবনা, প্রতিভাবান ও আর্থিক ভাবে অসহায় প্রান্তিক শিল্পীদের জন্য একটি দৃঢ় পরিসর তৈরি করে, তাদের কাজকে গ্যালারিতে স্থান করে দেওয়া। ২১ ফেব্রুয়ারি প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী তারক গড়াই, জয় চ্যাটার্জী ও রঞ্জনা চ্যাটার্জী এছাড়াও উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট মানুষজন।
