পঞ্চমহাপুরুষ যোগে মহাশিবরাত্রিতে অবসান মহাকুম্ভের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পৌষ পূর্ণিমা থেকে শুরু হয়ে মহাশিবরাত্রিতে আজ অবসান হবে মহাকুম্ভের। শেষ দিনে রয়েছে কুম্ভ রাশিতে বিরল ত্রিগ্রহী যোগ। জেনে নিন এই দিনটির মাহাত্ম্য।

প্রয়াগরাজে ৪৫ দিন ধরে চলা মহাকুম্ভের অবসান হবে আজ ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে। শেষ দিন ত্রিবেণী সঙ্গমে মানুষের উপচে পড়া ভিড়। ১৪৪ বছর পর পর আসা মহাকুম্ভে পূণ্যস্নানের এই বিশেষ সুযোগ হাতছাড়া করতে চান না পূণ্যার্থীরা। জ্যোতিষ গণনা বলছে মহাকুম্ভের শেষ দিনে রয়েছে এক বিরল শুভ যোগ। যার কারণে এই বছর আরও বেড়েছে মহাশিবরাত্রির মাহাত্ম্য।

পঞ্চমহাপুরুষ যোগ

বৈদিক জ্যোতিষ অনুসারে কুম্ভ হল শনির রাশি। রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ। অমৃতকুম্ভের ধারনা থেকেই প্রচলন হয় কুম্ভমেলার। প্রয়াগরাজে যে সময় মহাকুম্ভের অবসান হচ্ছে, সেই সময় কুম্ভ রাশিতে গঠিত হয়েছে বিরল ত্রিগ্রহী যোগ। শনি, সূর্য ও বুধ – এই তিন গ্রহই এখন অবস্থান করছে কুম্ভ রাশিতে। এর মধ্যে শনি রয়েছে তার নিজের রাশিতেই। নিজের রাশিতে মাঝখানে শনি, একপাশে সূর্য ও অন্যপাশে বুধ — এই যুতির ফলে গঠিত হয়েছে জ্যোতিষ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যোগ পঞ্চমহাপুরুষ যোগ।

error: Content is protected !!