‘৭ মাস ধরে আর জি কর-কাণ্ডের তদন্ত চলছে, কিছুই জানায়নি CBI’


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘৭ মাস ধরে আর জি কর-কাণ্ডের তদন্ত চলছে, কিছুই জানায়নি CBI। কলকাতা পুলিশ ৫দিন তদন্ত করে ১দিন যোগাযোগ করেছিল। CBI ৭ মাসে কিছুই জানায়নি, অগ্রগতি নিয়ে কিছুই জানতে পারিনি। চার্জশিটের একটা পাতায় অভিজিৎ-সন্দীপ নিয়ে জানিয়েছিল’, তারপরে আর কিছুই জানায়নি CBI, কোর্টে অভিযোগ পরিবারের । ট্রায়ালের সময়েও ঢুকতে দেওয়া হয়নি, অভিযোগ পরিবারের ।

error: Content is protected !!