📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবারই কলকাতায় দুটি বড় দুর্ঘটনা ঘটে গেছে। এক্সাইড মোড়ে দুটি বাসের রেষারেষির জেরে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ওয়েলিংটন মোড়ে স্কুলবাসের চাকায় পিষ্ট হন একজন। এদিকে কলকাতা পুরসভায় (KMC) আসার পথে তালতলাতে পথ দুর্ঘটনার (Road Accident) কবলে পড়েন মেয়র পারিষদ অতীন ঘোষ (Atin Ghosh)।
এরপরই শহরের (Kolkata) দুর্ঘটনাপ্রবণ এলাকায় গাড়ির গতিবেগ কত হবে (Speed of Vehicles in Accident-prone areas), তা নিয়ে নির্দেশিকা জারি করল লালবাজার। এদিন থেকেই এই নিয়ম কার্যকরী করার নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। সরকারি বা বেসরকারি কোনও চালক নির্দেশিকা ভাঙলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।