পাক ক্রিকেট বোর্ড ‘মাথামোটা’, ‘দিশাহীন’, ভারতের কাছে হেরে নজিরবিহীন আক্রমণে শোয়েব, আক্রম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতের কাছে গোহারান হেরেছে পাকিস্তান (Pakistan)। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মহম্মদ রিজওয়ানদের বিদায় কার্যত নিশ্চিত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটি বিভাগেই পর্যুদস্ত হয়েছে তারা।

এই আবহে পাক ব্রিগেডকে একহাত নিয়েছেন দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার। ওয়াসিম আক্রম (Wasim Akram) থেকে শোয়েব আখতার (Shoaib Akhtar)—টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ—সকলের ভূমিকায় নাখুশ তাঁরা। দরকার আমূল সংস্কার। পাখির চোখ যদি হয় ছাব্বিশের টি-২০ বিশ্বকাপ, তাহলে টিমে প্রচুর তরুণ ক্রিকেটারকে জায়গা দিতে হবে। তার জন্য প্রাথমিক ঝড়ঝাপ্টা সইতে হলেও প্রস্তুত থাকা জরুরি। একমত সকলে।

error: Content is protected !!