📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নির্বাচনে ঘুরে দাঁড়াতে এবার তৃণমূল এবং বিজেপির পথেই হাঁটার সিদ্ধান্ত নিল সিপিএম। একটি পেশাদার সংস্থার তৈরি করা দীর্ঘ রিপোর্ট পেশ করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান এর মাধ্যমে দেখিয়ে দিল সিপিএমের দুর্বলতা কোথায়। শুধু তাই না এই দুর্বলতা থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে তারও বেশ কিছু পর্যালোচনা নিয়েও আলোচনা হল সিপিএমে রাজ্য সম্মেলনে। তবে এই পেশাদারী সংস্থা অর্থের বিনিময় কিছু করছে না এমনটাই দাবি করেছেন দলের রাজ্য সম্পাদক।
নির্বাচনে ঘুরে দাঁড়াতে এবার তৃণমূল এবং বিজেপির পথেই হাঁটার সিদ্ধান্ত নিল সিপিএম
