খাস কলকাতায় হাড়হিম করা ঘটনা! কুমোরটুলি ঘাটে আটক ২ মহিলা


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাতসকালে খাস কলকাতায় হাড়হিম করা ঘটনা! টুকরো টুকরো করে ট্রলিব্যাগে পুরে দেহ লোপাটের চেষ্টা। আহিরীটোলার কাছে কুমোরটুলি ঘাটে আটক ২ মহিলা। ‘সকালে অ্যাপ ক্যাবে চড়ে আসেন ২ মহিলা’ । ‘ভারী ট্রলিব্যাগ টেনে ঘাটের ধারে নিয়ে যাচ্ছিল ২ মহিলা’। ‘কুকুরের মৃতদেহ রয়েছে বলে দাবি করেন ২ মহিলা’। সন্দেহ হওয়ায় ২ মহিলার পিছু নেন স্থানীয় বাসিন্দারা ।গঙ্গার ধারে ট্রলিব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! উত্তর বন্দর থানার পুলিশ গিয়ে ট্রলিব্যাগ থেকে মুণ্ডহীন দেহাংশ উদ্ধার করে।

error: Content is protected !!