📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অনুষ্ঠান রাজ্য সরকারের, আর সেই সরকারি অনুষ্ঠানের মঞ্চে প্রথম সারি জুড়ে বসে রয়েছেন তৃণমূল নেতা। এই ছবি পোস্ট করেই বিতর্ক উস্কে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সরকারি অনুষ্ঠানের মঞ্চে কোথায় সরকারি আধিকারিকরা ? সেই খোঁচাই দিয়েছেন বিজেপি সাংসদ। সামাজিক মাধ্যমে, সরকারি মঞ্চে উপস্থিত থাকা তৃণমূলের নেতাদের ছবি পোস্ট করে তাদের পরিচয় তুলে ধরে সৌমিত্র লিখেছেন – পানাগড় বাইপাসে প্রতিক্ষালয় উদ্বোধনের সরকারি অনুষ্ঠান মঞ্চে সামনের সারিতে আসন আলো করে বসে তৃণমূলের নেতা ( আকাশী রংয়ের হাফ হাতা জামা পরিহিত ) পল্লব ব্যানার্জী আর চেয়ারের পাশে দাঁড়িয়ে কাঁকসা বিডিও পর্না দে। সরকারি আধিকারিকদের নূনতম সম্মান টুকু নেই তৃণমূল সরকারের আমলে।