এত দিন ধরে এত ভিড়, লাটে উঠেছে কাজকর্ম! ‘দয়া করে আসবেন না,’ বলছেন প্রয়াগের বাসিন্দারা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর কিছুদিনের মধ্যেই শেষ হচ্ছে মহাকুম্ভ মেলা। পুণ্যস্নানের মূল কয়েকটি তিথির একটিমাত্র বাকি। যা রয়েছে বুধবার। প্রয়াগরাজে জনস্রোত অব্যাহত। শহরে মানুষের ঢল এতটাই বেড়েছে যে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। ক্ষোভে এবার মহাকুম্ভে আর ভিড় না বাড়ার আবেদন জানালেন এক স্থানীয় বাসিন্দা। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট-এ পোস্ট করে শহরে না আসার অনুরোধ জানান।

তাঁর কথায়, মহাকুম্ভ উপলক্ষ্যে গত এক বছরে শহরের পরিকাঠামো উন্নত করা হয়েছে। তৈরি হয়েছে নতুন রাস্তা, ফ্লাইওভার। ট্র্যাফিক ব্যবস্থারও উন্নতি হয়েছে। তবে এত বড় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের আগে যে উন্মাদনা সকলের মধ্যে ছিল, তা এখন ক্লান্তিতে পরিণত হয়েছে।

error: Content is protected !!