📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভারত এবং পাকিস্তান খেলতে নেমেছে। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচটার জন্য অপেক্ষা করছিলেন। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক টস জেতে এবং প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয়। তবে খেলা চলাকালীন মহম্মদ রিজওয়ান এবং হর্ষিত রানা ঝামেলায় জড়িয়ে পড়লেন।
LIVE ম্যাচে ঝামেলা তুঙ্গে
এই ম্যাচের ২১ ওভারে মহম্মদ রিজওয়ান দৌড়ে একটা রান চুরি করছিলেন। কিন্তু, তাঁর লাইনটা একেবারে ভুল ছিল। সেকারণে তিনি ভারতীয় পেস বোলার হর্ষিত রানাকে ধাক্কা মারেন। রিজওয়ানকে ভুল লাইনে দৌড়তে দেখে হর্ষিত রানা রেগে আগুন হয়ে যান। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।