📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বঙ্গে আসছেন মোদি। পাশে থাকার বার্তা দেবেন সন্দেশখালির মা-বোনেদের। তেমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালি নিয়ে গত কয়েকদিনে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সুর চড়িয়েছে গেরুয়া শিবির। তার মাঝেই মোদির বঙ্গে আসার বার্তা গুরুত্বপূর্ণ বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল।
বিজেপির জাতীয় সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন, ভোটের আগে ১০০ দিন গুরুত্বপূর্ণ। সামনেই দেশের লোকসভা নির্বাচন, তার আগে আজ একপ্রকার দলীয় কর্মীদের ভোকাল টনিক দিয়েছেন তিনি, বলেছেন আগামী ১০০ দিনে প্রতিটি ভোটার, সম্প্রদায় এবং সকল সুবিধাভোগীর কাছে পৌঁছে যেতে হবে। মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। মোদি যখন দলীয় কর্মী সমর্থকদের এই বার্তা দিচ্ছেন, তার পরেই জানা গেল, ভোটের আগে বাংলায় আসছেন তিনি। ৭ই মার্চ অর্থাৎ আগামী মাসের শুরুতেই বঙ্গে আসছেন তিনি। উত্তর চব্বিশ পরগনার মহিলা মোর্চার সমাবেশে যোগ দেবেন বলেই খবর সূত্রের। সেই উদ্দেশ্যেই বারাসাতে আসছেন তিনি। মোদির বঙ্গে আসার কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই সভারও মূল সুর সন্দেশখালি সেকথা স্পষ্ট হয়েছে সুকান্ত মজুমদারের বার্তায়। এদিন তিনি বলেন, সভা মূলত মহিলাদের নিয়ে, তবে থাকবেন অন্যান্যরাও। মহিলাদের প্রতি অত্যাচার সহ্য নয়, তার প্রতিবাদেই, সন্দেশখালির মা- বোনদের পাশে দাঁড়াতেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা ভোটের আগে সন্দেশখালি কাণ্ডকে কেন্দ্র করেই সুর চড়াচ্ছে বিজেপি। বিজেপির জাতীয় সম্মেলনে ইতিমধ্যে একাধিকবার উঠে এসেছে সন্দেশখালির ঘটনা প্রসঙ্গ।
সন্দেশখালির মা-বোনেদের পাশে থাকার বার্তা দিতে বঙ্গে আসছেন মোদি
