সাধারণ মানুষের জল কষ্টের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি, জামুরিয়া -তে আক্রান্ত জিতেন্দ্র তিওয়ারি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অজয় এবং দামোদর থেকে অবৈধ ভাবে বালি পাচারের অভিযোগ বহু দিনের। এবার জামুড়িয়ার দরবার ডাঙা ঘাটে সেই অবৈধ কারবার, এতটাই উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে যে, একটি সরকারি পানীয় জল প্রকল্প বন্ধ হওয়ার মুখে আর এই প্রকল্প বন্ধ হলে, আগামী দিনে পানীয় জল টুকু পাবেনা জামুরিয়া বিধানসভার লক্ষাধিক মানুষ।

আসল ঘটনা কি সেটা জানার জন্য স্থানীয় বিজেপি কর্মীদের নিয়ে শুক্রবার দরবারডাঙা ঘাটে পৌঁছান জিতেন্দ্র তিওয়ারি। তিনি পৌঁছতেই বালি মাফিয়া তথা পাচারকারীরা তেড়ে যায়। জিতেন্দ্রের রাস্তা আটকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া শুরু হয়। তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মীদের সাথে পাচারকারীদের বচসা, হাতাহাতি, মারামারি শুরু হয়। কিছু পরে জামুড়িয়া থানা থেকে পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষকেই সরিয়ে দেয় পুলিশ।

এই প্রসঙ্গে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, দরবার ডাঙা ঘাটে যে পানীয় জল প্রকল্প রয়েছে, তা থেকে গোটা জামুড়িয়ায় জল সরবরাহ হয়। গ্রীষ্মকাল আসছে, ওই জল প্রকল্প যদি এই অবস্থায় নষ্ট হয়ে যায়, গোটা জামুড়িয়া জল পাবে না। আসানসোলের প্রাক্তন মেয়রের কথায়, সাময়িক কিছু অর্থের লোভে কিছু মানুষ এই সব অনৈতিক কাজ করছেন। কিন্তু ক্ষতিটা যখন হবে, তখন কারোর বাড়িতেই জল পৌঁছবে না।