নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালচারাল এন্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে আয়োজিত হয় এক সাংস্কৃতিক পদযাত্রা ও অনুষ্ঠানের। সেই সঙ্গে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের প্রতি। আসানসোল কোর্ট মোড় থেকে রবীন্দ্রভবন পর্যন্ত পদযাত্রায় সামিল ছিলেন দুই শতাধিক সাংস্কৃতিপ্রেমী মানুষ। মুক্ত মঞ্চে আবৃত্তি, নাচ ও গানের মধ্য দিয়ে পালিত হয় ভাষা শহীদ দিবস। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, সাধারণ সম্পাদক প্রীতম সরকার, আভা মল্লিক, সুব্রত রায়, শেখর প্রামাণিক, তারক চট্টোপাধ্যায় ও রাজা মুখার্জি।

অনুষ্ঠানের বিষয় শিল্প শহরের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি Todays Story News -কে বলেন – সবাই নিজের মাতৃভাষাকে সম্মান দিক। সবাই সবার মাতৃভাষাকে, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করুন। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা সকল ভাষার প্রতি সম্মান দেওয়ার কথা বলেন।