মহারাজের বায়োপিকে রাজকুমারই ব্যাট ধরবেন, ডোনা হবেন কে?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে বায়োপিক (Sourav Ganguly Biopic), সেই ছবিতে ‘দাদা’র ভূমিকায় দেখা যেতে পারে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে (Rajkumar Rao)। সৌরভ নিজেই জানিয়েছেন এই খবর। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে কিছু জটিলতা থাকায় ছবিটি পর্দায় আসতে অন্তত এক বছরের বেশি সময় লাগবে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার বর্ধমানের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “শুনেছি, রাজকুমার রাও আমার চরিত্রে অভিনয় করবেন। তবে শুটিংয়ের সময় ঠিক করা নিয়ে কিছু সমস্যা আছে, তাই সিনেমা মুক্তি পেতে এক বছরের বেশি সময় লাগবে।”
অনেক দিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে আলোচনা চলছিল। ভারতীয় ক্রিকেটকে বদলে দেওয়ার নেপথ্য নায়ক হিসেবে পরিচিত প্রাক্তন অধিনায়কের জীবন কাহিনি রূপালি পর্দায় তুলে ধরার পরিকল্পনা চলছে বহুদিন। অবশেষে সেই ছবির নায়ক হিসেবে রাজকুমার রাওয়ের নাম সামনে এল। বলিউডে নিজের দক্ষ অভিনয়ের জন্য পরিচিত রাজকুমার এবার মাঠে নামতে চলেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে।

তবে সিনেমার কাজ এখনও প্রাথমিক স্তরে রয়েছে। কবে মুক্তি পাবে, বা বাকি অভিনেতারা কারা থাকবেন— এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে দাদা ও রাজকুমার রাওয়ের ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে।

error: Content is protected !!