📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রাণে মেরে ফেলার হুমকি একনাথ শিন্ডেকে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে হুমকি ই-মেল পাঠানোর অভিযোগ। সূত্রের খবর, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একনাথ শিন্ডের গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল পাঠিয়েছে। ঘটনায় তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে মেলের প্রেরককে খুঁজে পেতে চলছে চেষ্টা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক ই-মেল অ্যাড্রেসে পাঠানো হয়েছে এই হুমকি মেল। গুরুগ্রাম, জেজে মার্গ পুলিশ স্টেশন, সচিবালয়ের সরকারি ঠিকানাতেও পৌঁছেছে এই মেল। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে প্রাণে মেরে ফেলার হুমকি নজরে আসতেই বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। বাড়ির বাইরে আরও কড়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী।
‘গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেব’, হুমকি একনাথ শিন্ডেকে
