‘গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেব’, হুমকি একনাথ শিন্ডেকে


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রাণে মেরে ফেলার হুমকি একনাথ শিন্ডেকে। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে হুমকি ই-মেল পাঠানোর অভিযোগ। সূত্রের খবর, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একনাথ শিন্ডের গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল পাঠিয়েছে। ঘটনায় তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে মেলের প্রেরককে খুঁজে পেতে চলছে চেষ্টা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক ই-মেল অ্যাড্রেসে পাঠানো হয়েছে এই হুমকি মেল। গুরুগ্রাম, জেজে মার্গ পুলিশ স্টেশন, সচিবালয়ের সরকারি ঠিকানাতেও পৌঁছেছে এই মেল। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে প্রাণে মেরে ফেলার হুমকি নজরে আসতেই বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। বাড়ির বাইরে আরও কড়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী।

error: Content is protected !!