বউমা দিল্লির মুখ্যমন্ত্রী


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বউমা দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। এই আবহে নিজের উচ্ছ্বাস গোপন করলেন না রেখা গুপ্তার শাশুড়ি মীরা গুপ্তা। তিনি জানিয়েছেন, সমাজের মতো ঘরেরও খেয়াল রাখেন রেখা। শাশুড়ির মতে রেখা পরিশ্রমী। তাই সমস্ত দায়িত্ব সামলাতে পারবেন বলে আশাবাদী তিনি।

error: Content is protected !!