দিনভর বাংলায় শুনানি করবেন বিচারপতি বিশ্বজিৎ বসু, কলকাতা হাইকোর্টেও ভাষা দিবসের উদযাপন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা হাই কোর্টে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি ঘোষণা করেছেন, এদিন এজলাসে সমস্ত শুনানি বাংলাতেই হবে এবং আইনজীবীদেরও বাংলায় সওয়াল করতে হবে।

বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি বসু নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আদালত সূত্রের খবর, বাংলা ভাষার প্রতি সম্মান জানাতেই গোটা দিন বাংলায় শুনানি চালানোর পরিকল্পনা করা হয়েছে।
ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কলকাতা হাইকোর্ট এমনিতে একটি ‘প্রিমিয়ার চার্টার্ড কোর্ট’। এই আদালতের জন্মলগ্ন থেকেই মূলত ইংরেজিতে শুনানি চলছে এবং ইংরেজিতেই নির্দেশনামা লেখা হয়ে আসছে। শুধু কলকাতা নয়, সারা দেশের নিম্ন আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও সাধারণত ইংরেজিতেই মামলার শুনানি এবং রায় লেখা হয়।

এই পরিস্থিতিতে শুধুমাত্র বাংলায় শুনানি কীভাবে সম্ভব হবে হাইকোর্টে, তা নিয়ে কিছু প্রশ্ন উঠলেও, বিচারপতি বসুর এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন অনেকে।

error: Content is protected !!