টানা ৪ দিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের বন্ধ হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা। বৃহস্পতিবার থেকে টানা চারদিন অর্থাৎ রবিবার পর্যন্ত এই করিডরে মেট্রো চলাচল করবে না। ফলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুট এই চারদিন যাত্রীরা ব্যবহার করতে পারবেন না। কারণ, বউবাজারে মাটির তলায় ক্ষতিগ্রস্ত টানেল সংস্কারের পর মেট্রো চলাচলের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ফলে মেট্রোপথে জুড়ে গিয়েছে এসপ্ল্যানেড-শিয়ালদহ। আগামী দিনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত গোটা রুটে মেট্রো পরিষেবা চালুর প্রস্তুতি নিচ্ছে রেল। তাই ইস্ট-ওয়েস্টের সম্পূর্ণ রুটে যাত্রীবিহীন রেকের ট্রায়াল রানের জন্য পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি একইভাবে পরিষেবা বন্ধ রেখে ট্রায়াল চলেছিল। সূত্রের দাবি, আগামী মাসে অর্থাৎ মার্চেও একইভাবে চারদিন করে দু’দফায় মোট আটদিনের মহড়া চলবে এই রুটে।

error: Content is protected !!