উত্তপ্ত ঢাকা, শহিদ মিনারে ‘হাসিনার রাষ্ট্রপতি’ সাহাবুদ্দিনকে ঠেকাতে ব্লকেড, নীরব ইউনুস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করবেন কি না তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে সে দেশে।

প্রতিবছর এই দিনে অর্থাৎ ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টার পর রাষ্ট্রপতি পুস্পস্তবক দিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা জানান। এরপর রাষ্ট্রপ্রধান শ্রদ্ধা জানান। অর্থাৎ সাংবিধানিক প্রধান তারপর সরকারের প্রধান শ্রদ্ধা জানান। তেমন হলে এবছর প্রথমে সাহাবুদ্দিন ও পরে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের শ্রদ্ধা জ্ঞাপন করার কথা। কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রপতি ভবনকে এখনও এই ব্যাপারে সরকারের তরফে কিছু নিশ্চিত করা হয়নি।
অর্থাৎ ঐতিহ্য মেনে জাতির তরফে রাষ্ট্রপতির শ্রদ্ধা জ্ঞাপন এবছর হবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। এবং এই ছন্দপতনের আশঙ্কা ঘিরে বাংলাদেশে বর্তমানে তুমুল চর্চা চলছে। যদিও সরকারি লোকজন বা আধিকারিকদের কেউই এবিষয়ে মুখ খুলতে রাজি নয়।

error: Content is protected !!