আত্মহত্যা নয়, ৩ জনকেই খুন, ট্যাংরা-কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ট্যাংরায় আত্মহত্যা নয়, তিন জনকেই খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। রোমি দে-এর দু হাতের কব্জি কাটা ছিল। গলাতেও বাঁ দিক থেকে ডান দিকে ক্ষতচিহ্ন রয়েছে। অর্থাৎ ধারালো অস্ত্র চালানো হয়েছে বলেই ইঙ্গিত। সুদেষ্ণা দে-এর দু হাতের কব্জি কাটা ছিল। দু হাতের কব্জির প্রধান শিরাগুলি কাটা ছিল। গলাতেও গভীর ক্ষতচিহ্ন রয়েছে। প্রবল রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।প্রিয়ংবদার হাতে ও পায়ে কালশিটে দাগ রয়েছে। পেটে আধা হজম হওয়া খাবারের নমুনাও পাওয়া গিয়েছে। ওই খাবারের রং ছিল হলদে-সাদাটে। তাতে ওষুধের গন্ধও পাওয়া গিয়েছে।প্রিয়ংবদার মৃত্যুর কারণ হিসাবে বলা হয়েছে, বিষক্রিয়ার ফলে তার মৃত্যু হয়েছে। শেষ খাবার খাওয়ার ৩-৬ ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে এবং ময়নাতদন্ত হওয়ার ৩৬ থেকে ৪৮ ঘণ্টা আগে তিন জনের মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

error: Content is protected !!