প্রয়াগরাজের গঙ্গায় ব্যাকটেরিয়ার মাত্রা বিপদজনক, দাবি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইতিমধ্যেই প্রয়াগরাজের সঙ্গমে স্নান করেছেন ৫০ কোটির বেশি মানুষ। মহাকুম্ভে প্রয়াগ সঙ্গমে ডুব দিয়ে মোক্ষলাভের আশায় এখনও কাতারে কাতারে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তখনই ভয়ঙ্কর সতর্কবার্তা দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তাদের দাবি, প্রয়াগরাজের গঙ্গায় বিপদজনক মাত্রায় ব্যাকটেরিয়া আছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এ নিয়ে একটি রিপোর্ট দিয়েছে। ওই রিপোর্ট দেখেই উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ফলে সেখানে স্নান করা কতটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।জানা গিয়েছে, গত ৩ তারিখে ওই রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তাতেই উল্লেখ করা হয়েছে যে মহাকুম্ভর সময় প্রয়াগ সঙ্গমে কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেখানে লক্ষ লক্ষ মানুষ ডুব দিলেও বায়োকেমিক্যাল অক্সিজেনের নিরিখে এই জল স্নানের উপযুক্ত নয়। শুধুমাত্র প্রয়াগ সঙ্গমেই নয়, সেখানকার কোনও ঘাটেই জল স্নান করার উপযুক্ত নয় বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।সূত্রের খবর, ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে , যে পরিমাণ মানুষ এখন গঙ্গায় স্নান করছেন তাতে সেখানকার ব্যাকটেরিয়ার পরিমাণ এবং ঘনত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শাহী স্নানের দিনগুলিতে এর পরিমাণ আরও বেশি বেড়েছে। ওই অঞ্চলে নিকাশি এবং জল শোধন ব্যবস্থা চালু থাকলেও তা আখেরে কাজে আসেনি।জানা গিয়েছে, ওই ট্রাইব্যুনালের প্রধান, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ওই রিপোর্ট পাওয়ার পরে উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দপ্তরের আধিকারিকদের তলব করেছেন। তাঁদের আগামী বুধবার ভার্চুয়ালি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গঙ্গায় দূষণ বৃদ্ধি পাওয়ার পরে তা নিয়ন্ত্রণ করতে আধিকারিকরা কী পদক্ষেপ নিয়েছে তার ব্যাখ্যা ওই আদালতে দিতে হবে আধিকারিকদের।

error: Content is protected !!