📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুরীর জগন্নাথ মন্দিরের অতিথিশালা ‘ভক্ত নিবাস’-এ ঘর ‘বুক’ করে দেওয়ার নামে সাইবার প্রতারণা! অভিযোগ, ভুয়ো ওয়েবসাইট খুলে শত-শত পুণ্যার্থী ও পর্যটকের টাকা লুট করা হয়েছে। প্রসঙ্গত, এই অতিথিশালা পরিচালনার দায়িত্বে রয়েছে – ‘শ্রী জগন্নাথ টেম্পল অ্যাসোসিয়েশন’ (এসজেটিএ)। তাদের পক্ষ থেকেই এবার সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে।এসজেটিএ-র মুখ্য মন্দির প্রশাসক অনির্বাণ কুমার পধী এই তথ্য সামনে এনেছেন। সূত্রের দাবি, ভক্তদের লুট করার জন্য ভুয়ো ওয়েবসাইট খোলার পাশাপাশি প্রতারকরা ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলেছে। আমজনতাকে আর্থিক প্রতারণা করতে এই ভুয়ো ব্যাঙ্ক অ্যাকউন্টগুলিই ব্যবহার করা হচ্ছে। পুণ্যার্থীরা বা পর্যটকরা ঘর বুক করার জন্য ভাড়ার টাকা পাঠালেই তা ওইসব ভুয়ো অ্যাকাউন্টে জমা হচ্ছে বলে অভিযোগ।এই প্রেক্ষাপটে সাধারণের উদ্দেশে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁরা যেন কেবলমাত্র বৈধ ওয়েবসাইট থেকেই ভক্ত নিবাসে থাকার জন্য ঘর ভাড়া করেন। সেই ওয়েবসাইটটি হল – www.shreejagannath.in ।
পুরীর ভক্ত নিবাসে ‘বুকিং’-এর নামে প্রতারণা, সাইবার ক্রাইমের দ্বারস্থ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ

