স্বামী বিবেকানন্দের কলকাতায় প্রত্যাবর্তন দিবস, ১২৮ তম বর্ষ


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্বামী বিবেকানন্দ শিকাগোয় ধর্মী সম্মেলনে যুগান্তকারী সেই বক্তৃতা দেওয়ার পর ১৯ ফেব্রুয়ারি কলকাতায় ফিরে এসেছিলেন। এই বিশেষ দিনে অর্থাৎ ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারিতে ঘটে গিয়েছিল নজরকাড়া সব ঘটনা। যা আজও চর্চায়। একসময়ের মাদ্রাজ যা বর্তমানে চেন্নাই হিসেবে পরিচিত। সেখান থেকে জাহাজে বজবজে এসে পৌঁছেছিলেন স্বামী বিবেকানন্দ।এদিকে, কলকাতায় তখন স্বামী বিবেকানন্দকে স্বাগত জানানোর জন্য একটি কমিটি তৈরি হয়েছিল। ওই কমিটিই সিদ্ধান্ত নেয় যে স্বামীজি বজবজে পৌঁছানোর পরের দিন বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। সেই মতো, ১৯ ফেব্রুয়ারি সকালে স্বামী বিবেকানন্দ তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে বিশেষ ট্রেনে করে বজবজ থেকে রওনা হন।যুগনায়ক স্বামী বিবেকানন্দকে সম্মান জানাতে তাই ১৯ ফেব্রুয়ারি একটি বিশেষ ট্রেন চালায় রেল। প্রতি বছরই স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবসে বজবজ থেকে শিয়ালদহ পর্যন্ত একটি বিশেষ EMU ট্রেন চালানো হয়। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতেই নজিরবিহীন এই উদ্যোগ গ্রহণ করে পূর্ব রেল কর্তৃপক্ষ।

error: Content is protected !!