দিল্লির আতঙ্ক কাটতে না কাটতেই আবার ভূমিকম্প, এবার বিহারে


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লির পর বিহার। ভোর হতে না হতেই কেঁপে ওঠে রাজধানী দিল্লি, নয়ডা,ফরিদাবাদ,গাজিয়াবাদ , গুরুগ্রাম বিভিন্ন এলাকা।ভোর ৫.৩৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লির মাটি। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই বিহারের সিওয়ানে রিখটার স্কেলে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। National Centre for Seismology-র দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।সপ্তাহের প্রথম দিন ভয়াবহ ভূমিকম্পে ঘুম ভাঙে দিল্লির। আতঙ্কে বাড়ি থেকে খোলা জায়গায় বেরিয়ে আসেন বহু মানুষ। একই ছবি দেখা গেল বিহারেও। দিল্লি এনসিআর-এ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক ঘন্টা পরে, বিহারে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪ । সোমবার সকাল ৮.২৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সেখান থেকেও। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বিহারের সিওয়ান জেলা। দিল্লির রেল স্টেশনে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনার পর রাজধানীতে ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

error: Content is protected !!