অপদার্থতার পুরস্কার থাকলে গোল্ড মেডেল পেতেন মমতা: সুকান্ত


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে বেআইনি অস্ত্রের কারবার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, অপদার্থতার প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেতেন মমতা।এদিন সুকান্তবাবু বলেন, ‘লালবাজারে পুলিশের ঊর্ধ্বতম কর্তারা বসেন। তার পরেও তাদের নাকের ডগায় বেআইনি অস্ত্রের কারবার চলে তাহলে প্রথম প্রশ্ন যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ও পুলিশমন্ত্রী কতটা অপদার্থ। অপদার্থতার প্রতিযোগিতা হলে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অপদার্থ ডিজি, তিনিও গোল্ড মেডেল পেতেন। এবিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই।’