ছড়িয়ে পড়ে ছেঁড়া চটি, ব্যাগ, জামার টুকরো, পদপিষ্টের পর মর্মান্তিক হাহাকারের ছবি স্টেশনে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা-কাপড়, কোথাও আবার জুতোর স্তূপ। শনিবার রাতে নয়াদিল্লি রেল স্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরে আজ অর্থাৎ রবিবার সকালে সেখানকার দৃশ্য দেখলে চোখে জল আসতে বাধ্য। কেউ বোন হারিয়েছেন তো কেউ মা। ছোট্ট শিশুরাও প্রাণ হারিয়েছে।

নয়াদিল্লি রেল স্টেশনে ভয়াবহ ভিড়ের মধ্যে পড়ে তিন শিশু ও ১৪ জন মহিলাসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু যাত্রী। শনিবার রাত ১১টা নাগাদ শুরু হওয়া ধাক্কাধাক্কির ঘটনায় প্রথমে চার জন মহিলা অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানো হলেও, পরে আরও বহু মানুষের হতাহতের খবর সামনে আসে।

শনিবার রাতে বিশাল জনসমাগমের কারণে স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়। হাজার হাজার মানুষ এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, অতিরিক্ত ভিড়ের কারণে শ্বাসরুদ্ধ হয়ে অনেকে অজ্ঞান হয়ে পড়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার সময় প্ল্যাটফর্ম নম্বর ১৪-তে পাটনাগামী মগধ এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল, আর ১৫ নম্বর প্ল্যাটফর্মে ছিল নয়াদিল্লি-জম্মু উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। একইসঙ্গে সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসও ছিল, যার ফলে প্ল্যাটফর্ম নম্বর ১২, ১৩ ও ১৪-তে প্রচণ্ড ভিড় হয়।

error: Content is protected !!