📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:শনিবার রাত তখন ৯টা হবে। ভিড়ে থিকথিক করছে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন। পা ফেলার জায়গাটুকু নেই। এই চিত্র মোটের ওপর রোজই থাকে। কেউ প্ল্যাটফর্মে শুয়ে আছেন তো কেউ বসে পড়েছেন চাদর পেতে। কেউ তার মধ্যেই ঘুমিয়ে নিচ্ছেন। শনিবার ভিড়টা ছিল ডবল। আর বেশিরভাগ লোকজন লাইনের দিকে ও সিঁড়িতে ঠেলাঠেলি করছেন। মহাকুম্ভ ও আরেক দুর্ঘটনার সাক্ষী দেশ। ভিড় থেকে বের হল দেহ। চারিদিকে পড়ে চটি-জামা ও রক্ত। বিড়বিড় করে বলে গেল প্রত্যক্ষদর্শীদের কয়েকজন। এপর্যন্ত এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। গুরুতর অসুস্থ প্রায় ১০। বাকি ছোটখাটো কার কোথায় লেগেছে, তার তো ইয়ত্তা নেই।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বলতে শুরু করেন, ‘মগধ এক্সপ্রেস নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্ম নম্বর ১৫-তে পৌঁছে যায়, যার ফলে সেখানে বিশাল ভিড় জমে। অনেক যাত্রী রেলপথ অতিক্রম করে ট্রেনের বিভিন্ন কোচে উঠতে শুরু করেন এবং অন্যরাও প্ল্যাটফর্ম থেকে গিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। হুড়োহুড়ি শুরু হয়। এ ওর গায়ে তো ও আরেকজনের গায়ে পড়ে যান।’