📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২৬ ফেব্রুয়ারি শেষ হবে মহাকুম্ভ মেলা। মহাশিবরাত্রি উপলক্ষ্যে ইতিমধ্যে সেখানে শুরু হয়েছে নতুন করো তোড়জোড়। মহাকুম্ভ মেলা শেষের দিন যা ছিল তাই রয়েছে। তবে এরই মধ্যে নতুন বিপত্তি। মহাকুম্ভ মেলার দিন নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন গুজবে তোলপাড় হয়েছে গোটা এলাকা।
প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়ে দিয়েছেন যারা এই ধরণের গুজব ছড়িয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি গুজব ছাড়া কিছুই নয়। নির্ধারিত দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি শেষ হবে এই মেলা। এই মেলার দিন বৃদ্ধি করার কোনও কথা হয়নি। সরকার এবিষয়ে কোনও নতুন নির্দেশিকা জারি করেনি। ফলে এই গুজবে কান না দেওয়া ভাল।
কিছু মানুষ মহাকুম্ভ মেলায় গিয়ে এই ধরণের গুজব তৈরি করেছেন। তারা কী করতে চাইছে তা নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সামাজিক মাধ্যমে এই ধরণের গুজব ছড়িয়ে দিয়ে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেই খবর মিলেছে। যারা ভক্ত এসেছেন তারা যেন এই ধরণের কোনও গুজবে কান না দেন সেদিকে নজর রাখতেই এই কাজ করা হয়েছে বলেই প্রসাসন সূত্রে জানানো হয়েছে।
এখনও পর্যন্ত মহাকুম্ভে প্রচুর মানুষ স্নান করেছেন। তাদের মধ্যে অনেকে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তাদেরকে আটকানোর জন্যেই এই ধরণের গুজব তৈরি করা হয়েছে বলেই জানা গিয়েছে। এবিষয়ে উত্তরপ্রদেশ সরকার নতুন করে কোনও নির্দেশিকা জারি করেনি। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভে ৪৮২.৯ মিলিয়ন ভক্ত এখানে স্নান করেছেন।
১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এরপর টানা একমাসের বেশি সময় ধরে এই মেলা চলছে। শুধু ভারতবর্ষ নয়, বিদেশ থেকেও বহু ভক্ত এখানে এসে স্নান করেছেন। ৫৩ টি সোশ্যাল মি়ডিয়ার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। তারা সকলকে ভুল তথ্য পরিবেশন করেছিল। তাই এই ধরণের কোনও গুজব ছড়াতে নিষেধ করেছে প্রশাসন।