পরম-পিয়ার সংসারে খুশির খবর, বাবা হতে চলেছেন অভিনেতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। ২০২৫ সালে বাবা হতে চলেছেন তিনি। এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁর স্ত্রী, পিয়া চক্রবর্তী। ২০২৩-এ অর্থাৎ দুই বছর আগে পরমব্রত ও পিয়া আইনি বিয়ে করেছিলেন। নতুন জীবনের শুরুতে যেমন শুভেচ্ছা পেয়েছেন, তেমনই কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল অভিনেতাকে।

বিশেষ করে, বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার প্রসঙ্গে নানা সমালোচনা হয়েছিল। তবে সেসবকে পাশে সরিয়ে তাঁরা ভালবাসা ও স্নেহে ভরিয়ে তুলেছিলেন নিজেদের সংসার। এতদিন তাঁদের পরিবার ছিল সারমেয় ও বিড়ালদের নিয়েই। এবার আসতে চলেছে আরও এক নতুন সদস্য।

error: Content is protected !!