সুরাপ্রেমীদের জন্যে সুখবর, এবার হুইস্কির ওপরে এক ধাক্কায় ৫০% শুল্ক কমাল সরকার


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পরই মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমাল ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল ভারত। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। রিপোর্ট অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের দিনই ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা অত্যন্ত কঠিন। সাধারণত বিশ্বের যে কোনও দেশের তুলনায় মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। সেই পরিস্থিতিতে এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের উপরে শুল্ক ধার্য করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে সুবিচারের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিশোধমূলক শুল্ক চাপাব। অর্থাৎ যে দেশ আমেরিকার পণ্যের উপরে যতটা শুল্ক চাপাবে, ঠিক ততটাই শুল্ক চাপানো হবে ওই দেশের উপরে। বেশিও না, কমও নয়।এদিকে ট্রাম্প প্রশাসনের কমার্স ডিপার্টমেন্টের মনোনীত প্রধান হাওয়ার্ড লুটনিক বলছেন, এই পারস্পরিক শুল্কের প্রস্তাব এপ্রিলের আশপাশে লাগু হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই চড়া হারে পারস্পরিক শুল্কের ক্ষেত্রে স্বস্তিতে থাকবে না আমেরিকাও। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের রপ্তানির উপর অন্যান্য দেশগুলি আরও বেশি কর আরোপ করে, তাহলে তা আমেরিকার মুদ্রাস্ফীতি হার বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দেবে। তার ফলে বাকি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি প্রভাবিত হবে।

error: Content is protected !!