📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃতীয় বর্ষে International Film Festival । ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। SRFTI তে বাংলা আবার সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসব। তার আগে ১৪ ফেব্রুয়ারি হোটেল রিজেন্টা অর্কোস কলকাতায় হয়ে গেল সাংবাদিক বৈঠক। উপস্থিত ছিলেন Bengal International Film Festival ও বাংলা আবার সংগঠনের চিফ প্যাট্রন কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, সংগঠনের সভানেত্রী হৈমন্তী বন্দ্যোপাধ্যায়, সংগঠনের সাধারণ সম্পাদক প্রীতম সরকার, ফেস্টিভ্যালের ডিরেক্টর সঙ্ঘমিত্রা চৌধুরী, বাংলা আবার এর সভানেত্রী হৈমন্তী ব্যানার্জি, SRFTI এর Film Research Officer সৌগত ভট্টাচার্য, ইভেন্ট ইনচার্জ সৌম্যজিৎ গাঙ্গুলি, অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, পন্ডিত মল্লার ঘোষ, পরিচালক কৌশিক সেনগুপ্ত।
Bengal International Film Festival এর উদ্বোধনে থাকছে বিশেষ চমক। এক ঝাঁক নক্ষত্ররা তো উপস্থিত থাকবেনই, এ বছর লাইফ টাইম অ্যাচিভমেন্টে ভূষিত করা হবে পরিচালক স্বপন সাহাকে। তাকে সম্মান জানাতে উপস্থিত থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। চার দিনের চলচ্চিত্র উৎসবে ১০ টি বড় ছবি ছাড়াও ২৫ টি ছোট ছবি প্রদর্শিত হবে। সময় বেলা ১২ টা থেকে রাত ৮ টা। প্রবেশ অবাধ। এবছর পরিচালক তপন সিনহার জন্ম শতবর্ষে পরিচালকের পাশাপাশি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র ও দেবকুমার বসুকেও। এদিন সাংবাদিক বৈঠকে চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হয়।