পদত্যাগ ঘোষণার দু’দিন পর ফের কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদে ফিরলেন মমতা কুলকার্নি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দু’দিন আগেই কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন মমতা কুলকার্নি। তবে সেই পদেই ফের ফিরলেন মমতা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। জানান, তাঁর গুরু ডঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী তাঁর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছেন। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডঃ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী, যিনি হলেন কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর তিনিও জানিয়ে দেন, মমতা তাঁর পদ থেকে সরছেন না।লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী জানান, মমতা মহামণ্ডলেশ্বর শ্রিয়ামাই মমতানন্দ গিরি উপাধি ধারণ করেই থাকবেন। তবে মমতা যে তাঁকে নিয়ে চলা বিতর্কে বেশ কষ্ট পেয়েছিলেন, সেকথাও স্পষ্ট করেন ক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী। জানান, যে তাঁর (মমতার) পদত্যাগ গ্রহণ করা হবে না। প্রসঙ্গত মহাকুম্ভে পার্থিব জীবন ত্যাগ করে সম্প্রতি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে অভিষিক্ত হন মমতা।

এদিকে এক ভিডিও বার্তায় মমতা কুলকার্নি জানিয়েছেন যে মহামণ্ডলেশ্বর পদে তাঁর নিয়োগ নিয়ে কিন্নর আখড়া এবং অন্যান্য সাধুদের মধ্যে মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করছেন।মমতা কুলকার্নি বলেন, ‘আমি শ্রিয়ামাই মমতা নন্দগিরি। দু’দিন আগে কিছু লোক আমার পাট্টা গুরু লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল। এতে দুঃখ পেয়ে আমি আমার পদ থেকে পদত্যাগ করেছিলাম। তবে তিনি আমার পদত্যাগ প্রত্যাখ্যান করেন। আমি আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকে যে গুরু উপহার দিয়েছিলাম তা ছিল মহামণ্ডলেশ্বর হওয়ার পরে ছাতা, লাঠি এবং চাওরের জন্য। বাকি অর্থ সংস্থার ভাণ্ডারে রাখা হয়েছে। আমাকে এই অবস্থানে ফিরিয়ে আনার জন্য আমি ওঁর কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি কিন্নর আখড়া ও সনাতন ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করব। মমতা দাবি করেছিলেন, তাঁকে কিন্নর আখড়ার তরফে মহামণ্ডলেশ্বর পদের জন্য ২ লক্ষ টাকা দিতে বলা হয়েচিল।

প্রসঙ্গত ২৫ আগে অভিনয় থেকে অবসর নেন মমতা কুলকার্নি। ২০১৩ সালে প্রকাশিত হয় তাঁর লেখা বই ‘অটোবায়োগ্রাফি অফ আ যোগিনী’। সম্প্রতি তিনি সিনেমার দুনিয়াকে বিদায় জানানোর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘কিছু মানুষের জন্ম হয় দুনিয়ার কর্মের জন্য, আবার কিছু মানুষের জন্ম হয় ঈশ্বরের জন্য। আমি ঈশ্বরের জন্য জন্মেছি। ‘

error: Content is protected !!