📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য আগামী শনিবার এবং রবিবার হাওড়া ডিভিশনে ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুর স্টেশনের মধ্যে ২১ নম্বর ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য শনিবার (১৫ ফেব্রুয়ারি) এবং রবিবার (১৬ ফেব্রুয়ারি) একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কবে কোন লোকাল ট্রেন বাতিল থাকবে, সেটা দেখে নিন।শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩৭৩৪৯ হাওড়া-তারকেশ্বর লোকাল: রাত ১০ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
২) ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল: রাত ১১ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩) ৩৭৩৫৪ তারকেশ্বর-হাওড়া লোকাল: রাত ১১ টায় তারকেশ্বর থেকে ছাড়ে।
রবিবার কোন কোন হাওড়া-তারকেশ্বর লোকাল বাতিল থাকবে?
১) ৩৭৩০৯ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৪ টে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
২) ৩৭৩৫৩ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৫ টা ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩) ৩৭৩১১ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৪) ৩৭৩১৩ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৬ টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৫) ৩৭৩১৫ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৮ টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৬) ৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৯ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।