📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঠাসা কর্মসূচিতে ভরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফর। ৩৬ ঘণ্টায় ছ’টি দ্বিপাক্ষিক বৈঠকের তালিকার মধ্যে রয়েছে টেসলা কর্তা ইলন মাস্কের নামও। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেতেই মুখোমুখি হতে চলেছেন স্পেস এক্স-এর শীর্ষ কর্তা মাস্ক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের দাবি, হোয়াইট হাউসেই হতে পারে এই সাক্ষাৎ।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর প্রথম আমেরিকা সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অভিবাসন নীতি থেকে শুল্ক-সহ একাধিক বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাৎপর্যপূর্ণ বৈঠকের দিকে তাকিয়ে গোটা ভারত। এরই মাঝে ট্রাম্প-ঘনিষ্ঠ মাস্কের সঙ্গেও মোদীর বিশেষ সাক্ষাতের খবরে ছড়িয়েছে কৌতূহল। মনে করা হচ্ছে, স্টারলিঙ্ক স্যাটেলাইটের ভারতীয় মার্কেটে প্রবেশ নিয়ে আলোচনা হতে পারে সেখানে।প্রত্যন্ত অঞ্চলে সিগন্যালিংয়ের জন্য স্টারলিঙ্ক স্যাটেলাইট অত্যন্ত উপযোগী। তাই ভারতের কোণায় কোণায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতীয় বাজারে দৃপ্ত পদক্ষেপ রাখতে পারে স্পেস এক্স-এর স্টার লিঙ্কষ। অন্যদিকে, মাস্কের একদা বন্ধু ও বর্তমান প্রতিদ্বন্দ্বী ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানের ভারত সফরের পরই মোদীর সঙ্গে টেসলা কর্তার এমন সাক্ষাৎ পর্ব আকর্ষণীয় বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। দিন দুয়েক আগেই ওপেনএআই কিনতে চেয়ে মাস্কের প্রস্তাবের পাল্টা স্যাম অল্টম্যান এক্স-কে কেনার জন্য প্রকাশ্যে প্রস্তাব দিয়েছিলেন। এখানেই শেষ নয়, ওপেনএআই নিয়ে মাস্ক-অল্টম্যানের আইনি লড়াই চলছে আদালতেও।
আজ রাতেই মাস্কের সঙ্গে বৈঠক মোদীর
