চলচ্চিত্র উৎসব মুছে দিল রাজনীতির বিভেদ !

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) -এ শুরু হচ্ছে ‘Bengal International Film Festival’। এই ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তা সংগঠনের নাম ‘বাংলা আবার’ এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর সঙ্ঘমিত্রা চৌধুরী। চিত্র পরিচালকের বাইরে তার একটি রাজনৈতিক পরিচয় হল – তিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য।

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও NFDC সহযোগিতায় এই উৎসবে চারদিনে মোট ১০ টি পূর্ন্য দৈর্ঘ্যের ছবি ও ২৫ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শিত হবে। এই তালিকায় নাম রয়েছে বাম মনস্ক পরিচালক দেবদূত ঘোষের ছবি ‘আদর’ যা নিয়ে ইতিমধ্যেই জোর তরজা শুরু হয়েছে । বিজেপি নেত্রীর ফিল্ম ফেস্টিভ্যালে বাম নেতার ছবি ! তবে কি রাম – বাম কাছাকাছি ? বিধানসভা নির্বাচনের আগে নতুন কোনো রসায়ন রাজনৈতিক দুনিয়ায় ? রং ভেদে একাংশ এই সব প্রশ্ন তুললেও শিল্পী সত্ত্বা আর রাজনৈতিক সত্ত্বা যে আলাদা, দুটোকে রাজনৈতিক রং দিয়ে দাগিয়ে দেওয়া উচিত নয়, সে কথাই স্পষ্ট ভাবে Todays Story News কে জানিয়েছেন দুই শিল্পী।

সঙ্ঘমিত্রা চৌধুরীর সোজা কথা – আমরা চলচিত্র উৎসব করছি, আমাদের রাজনৈতিক পরিচয় আলাদা হতেই পারে তবে আমাদের শিল্প ভাবনা একেবারেই আলাদা নয়। এখানে রাজনৈতিক রং আনা উচিত নয়। অন্যদিকে, দেবদূতের স্পষ্ট কথা – বাংলা ছবির স্বার্থে রাজনৈতিক ভাগাভাগি বন্ধ হওয়া দরকার। সবার জন্য আমরা সিনেমা বানাই।