📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের দিন, সকাল থেকেই আসানসোল মাস্টার প্ল্যান নিয়ে দৃষ্টি আকর্ষণ করে একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ।

বাজেট পেশের পর দেখা গেল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাজেটে ৫০০ কোটি বরাদ্দ করলেও ‘শূন্য’ প্রাপ্তি আসালসোলবাসীর। দীর্ঘ ১০ বছর ধরে আসানসোল মাস্টার প্ল্যানের দাবি জানিয়ে আসছে, এখানকার স্থানীয় মানুষজন। আশা ছিল, এই বাজেটে হয়তো রাজ্য সরকার সহৃদয় হবে। এ বিষয়ে Todays Story News -কে শিল্পশহরের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন – কলকাতার থেকে আয়তনে বড় আসানসোল। পুরসভা থেকে সব থেকে বেশি অঙ্কের রেভেনিউ দেয় আমাদের শহর তবুও সরকারের কাছে, আসানসোল হল ছাগলের তৃতীয় সন্তান। আসানসোলের কাছ থেকে সব নেব অথচ দেব না কিছুই। এই হচ্ছে রাজ্য সরকারের মনোভাব।