মায়ের ফোনে ধরেননি, বন্ধ ঘর থেকে আরজি করের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মেয়েকে বার বার ফোন করলেও, ফোন তুলছিলেন না। মায়ের মনে ক্রমশ সন্দেহ দানা বাঁধতে থাকে। শেষে কোয়ার্টারের ঘরের দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত দেহ দেখত পেলেন মা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কামারহাটির ইএসআই হাসপাতাল কোয়ার্টারে। কোনও সুইসাইড নোট মেলেনি ঘটনাস্থল থেকে।
পুলিশ জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম আইভি প্রসাদ। বয়স ২০ বছর। আর জি কর মেডিক্যাল কলেজের এমবিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মৃত ওই ছাত্রীর বাবা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক। মা কামারহাটি ইএসআই হাসপাতালরেই চিকিৎসক। মৃত তরুণীর মা জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ শুক্রবার রাতে ঘরে একাই ছিলেন। ভেবেছিলেন, মেয়ে পড়াশোনা করছে। বেশ কয়েক ফোন করলেও ফোন করলেও আইভি ফোন ধরেননি। এরপরেই তাঁর মনে সন্দেহ জাগে। কোয়ার্টারের ঘরের দরজা বন্ধ দেখে তা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত দেহ দেখতে পান। আইভিকে নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালের জরুরি বিভাগে। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু কর তদন্ত শুরু করেছে কামারহাটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। শুক্রবারই তা সম্পন্ন হয়েছে। তদন্তকারীদের অনুমান, মানসিক অবসাদ থেকে এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন ওই তরুণী।

error: Content is protected !!